সারাদেশঃ
ঈদুল আজহা উপলক্ষে লকডাউনের বিধিনিষেধ শিথিলের প্রথম দিনেই দৌলতদিয়া ফেরিঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ৬ কিলোমিটার এলাকা পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।
নদীতে তীব্র স্রোত ও পশুবাহী ট্রাকের চাপে এই যানজটের সৃষ্টি বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটের দৌলতদিয়া অংশে এই যানজটের সৃষ্টি। সময় বাড়ার সাথে সাথে যানবাহনের লাইনও দীর্ঘ হতে থাকে।
এদিকে, দীর্ঘ সময় ধরে পারাপারের অপেক্ষায় থেকে যানবাহন চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এছাড়া পশুবাহী ট্রাকের চাপ রয়েছে। যে কারণে দৌলতদিয়া ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
আজ এই রুটে ছোট বড় মিলে ১৫টি ফেরি চলাচল করছে।
-কেএম