করোনা সংবাদঃ
দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৩৯৮তম দিনে গত ২৪ ঘণ্টায় নতুন ৬৩ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার ৫৮৪ জন।
এ সময়ে সাত হাজার ৪৬২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৩১ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষায় সাত হাজার ৪৬২ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।
এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৫৭ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।
সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৩৭ লাখ পাঁচ হাজার ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১২ লাখ ৪২ হাজার ১৭৮টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ৪৯ লাখ ৪৭ হাজার ৪১২টি নমুনা।
-কেএম