অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপেলস বিক্রয় ডট কম, ভিন্নভিন্ন ক্যাটাগরিতে দু’টি অ্যাওয়ার্ড জিতেছে।

সম্প্রতি রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ১৩ তম এমপ্লয়ার ব্র্যান্ডিং অ্যাওয়ার্ডস প্রেজেন্টস বাংলাদেশ বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ডস ২০১৮ আয়োজিত ‘ইন্টারনেট’ ক্যাটাগরিতে এবং সিএমও এশিয়া প্রেজেন্টস বাংলাদেশ মাস্টার অ্যাওয়ার্ডস ২০১৮ আয়োজিত ‘ব্র্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড’ অর্জন করে বিক্রয়।

অসাধারণ ব্র্যান্ডিং, নেতৃত্ব এবং ইন্টারনেট খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান বিক্রয়-এর পক্ষ থেকে পুরষ্কার গ্রহণ করেন হেড অব এইচআর এন্ড কালচার রেহেনুমা ইসলাম এবং হেড অব ফাইন্যান্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন মো. ফারহান আহমেদ।

বিক্রয়-এর হেড অব এইচআর এন্ড কালচার রেহেনুমা ইসলাম বলেন, “যেকোনো পুরস্কারই সবসময় আরো ভালো কাজের অনুপ্রেরণা যোগায়।

আমাদের কর্মীরাই আমাদের সম্পদ এবং তাদের জন্য মানসম্মত কাজের পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

আমি বিশ্বাস করি, তাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফলেই আমাদের এই বিশাল অর্জন সম্ভব হয়েছে। বিক্রয় প্রতিটি কর্মীকে নিয়ে অগ্রসর হবার ব্যাপারে উচ্চাকাঙ্খী”।

বিক্রয়-এর হেড অব ফাইন্যান্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন মো. ফারহান আহমেদ বলেন, “মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ডটি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

প্রতিষ্ঠার শুরু থেকেই বিক্রয় প্রযুক্তির মাধ্যমে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দূরত্ব লাঘব করতে সচেষ্ট। আমার বিশ্বাস, এই স্বীকৃতি ভবিষ্যতে বিক্রয়-কে প্রযুক্তিগত উন্নয়নে আরো ভূমিকা রাখতে সাহায্য করবে”।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily