আন্তর্জাতিকঃ
সেনেগালের কাফ্রিন শহরের কাছে দুটি বাসের সংঘর্ষে ৪০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৭ জন।

স্থানীয় সময় রোববার (৮ জানুয়ারি) ভোররাত ৩টা ১৫ মিনিটের দিকে ১ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় রয়টার্স, বিবিসি, আল জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ভয়াবহ এ দুর্ঘটনায় প্রেসিডেন্ট ম্যাকি সল পশ্চিম আফ্রিকার দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

ন্যাশনাল ফায়ার ব্রিগেডের অপারেশন বিভাগের প্রধান কর্নেল শেখ ফল বলেন, এটা একটি মারাত্মক দুর্ঘটনা। এতে ৮৭ জন আহত হয়েছেন বলে তিনি এএফপিকে জানান।

আহতদের কাফ্রিনের হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার ধ্বংসাবশেষ ও বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

-আরপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily