দুই বছর আগের ঝগড়ার জেরে খুন

দুই বছর আগের ঝগড়ার জেরে খুন
দুই বছর আগের ঝগড়ার জেরে খুন

সারাদেশঃ
কুমিল্লার হোমনায় দুই বছর আগের কথা কাটাকাটির জেরে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। নিহত নজরুল ইসলামকে (৫৫) নিজ ঘরের দরজায় ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

এ ঘটনায় খুনী বশিরকে (৪০) আটক করেছে পুলিশ। তারা দু’জন একই বাড়িরতে থাকতেন।

নিহত নজরুল ইসলাম উপজেলার জয়নগর গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। ১৮ মে, সোমবার বিকালে তার লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

থানার সূত্র মতে, দুই বছর আগে বশির এলাকার নজরুল ইসলামের কাছে আমড়া চেয়ে না পেয়ে ঝগড়ায় জড়ায়। ওই ঘটনায় গ্রাম্য শালিস বৈঠকও হয়। শালিসে নজরুল ইসলামের স্ত্রী বশিরের মাকে অপমান ও মারধর করেন।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, সোমবার ভোরে ফজরের নামাজ পড়ে নজরুল ইসলাম নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় তার বাড়িতে গিয়ে বশির চাচা চাচা বলে ডাকতে থাকলে তিনি দরজা খুলে বের হন। পরে বশির তাকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করতে থাকে। নজরুল চিৎকার শুনে পাশের ঘর থেকে ছোট ভাই রফিকুল ইসলাম এগিয়ে এলে তাকেও ছুরি দিয়ে আঘাত করা হয়। এরপর তাদের চিৎকারে স্থানীয়রা বশিরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

করোনায় আক্রান্ত ৪৮ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে

এ বিষয়ে হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে থানায় আটক বশির খুনের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

-ডিকে

FacebookTwitter