অনলাইনঃ
ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান ওঠানামা বন্ধ রয়েছে।

সেইসাথে বিমান ওঠানামা সাময়িক স্থগিত করা হয়েছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরেও।

এ দুটি বিমানবন্দরের দায়িত্বরত কর্মকর্তারা আজ ২১ ডিসেম্বর, শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে আসলে বিমান ওঠানামা স্বাভাবিক হবে।

ঘন কুয়াশার কারণে আজ সকালের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি বিমানের ওঠা-নামায় বিঘ্ন ঘটার পর কর্তৃপক্ষ বিমান ওঠানামা সাময়িক বন্ধ ঘোষণা করে।

বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার ই আলম এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘন কুয়াশায় ভিজিবিলিটি কমে গেছে, তাই ফ্লাইট ওঠা-নামা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।’

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ কোনো ফ্লাইট ছেড়ে আসেনি বলেও জানান তিনি।

আন্তর্জাতিক রুটের দুটি ফ্লাইট আকাশে চক্কর দিচ্ছিল উল্লেখ করে সারোয়ার ই আলম সেগুলো কিছু সময়ের মধ্যে অবতরণ করবে বলে আশা প্রকাশ করেন।

এদিকে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামী দুই থেকে তিনদিন নদী অববাহিকায় কুয়াশার এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily