দিনাজপুরে বিল দেখতে গিয়ে প্রাণ হারালেন ৩ শিক্ষার্থী

অনলাইনঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জাতীয় উদ্যান আশুড়ার বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এ সময় ওই নৌকাতে থাকা অপর ২ শিক্ষার্থী আহত হয়েছেন। ২১ সেপ্টেম্বর, শনিবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জে জাতীয় উদ্যান আশুড়ার বিলে এ ঘটনা ঘটে।

নিহত সবাই দিনাজপুর হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী।

নিহতরা হলেন- ১৬তম ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আশফাক দীপ্ত, ১৭তম ব্যাচের ফিশারিজ বিভাগের মোহাম্মদ রাফিত রাহাত এবং দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারিহা সৌমি।

নিহত ফারিহা মৌমির বাবার নাম হাসান মনির, মৌমিদের বাড়ি দিনাজপুর শহরের বালুবাড়িতে।

অন্যান্য শিক্ষার্থীদের বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলা ও ঠাকুরগাঁও জেলায় বলে জানা গেছে।

আশফাক ও রাফিদ

নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার এবং নবাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৪ ছাত্র ও দিনাজপুর সরকারি মহিলা কলেজের এক ছাত্রীসহ ৫ জন নবাবগঞ্জে জাতীয় উদ্যান আশুড়ার বিলে ঘুরতে যায়। তারা কাঠের তৈরি ব্রিজ ও শালবন ঘুরে দেখার পর নৌকায় উঠে বিল ঘুরে দেখছিলেন। বিলের মাঝখানে গিয়ে হঠাৎ নৌকাটি ডুবে যায়। সাঁতার না জানায় সবাই পানিতে তলিয়ে যায়।

এ সময় স্থানীয় লোকজন ও ঘুরতে যাওয়া অন্য পর্যটকরা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক একছাত্রীসহ ৩ ছাত্রকে মৃত ঘোষণা করেন।

-কেএম

FacebookTwitter