ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহটি দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত।
দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান এখন ঈদুল ফিতরের নামাজের জন্য পুরোপুরি প্রস্তুত।
এখানে মাঠের ভিতরেই ১১০ টি মাইক লাগানো হয়েছে। মাঠে প্রবেশের জন্য ১৯টি গেট করা হয়েছে, কঠোর নিরাপত্তা নিশ্চিত করনে ৫০ টি সি সি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
তাছাড়া একসঙ্গে ২৫০ জন মুসল্লী ওযু করতে পারবে এমন অজুখানার ব্যবস্থা করা হয়েছে।
দক্ষিণ এশিয়ার সর্ব্বৃহত এই ঈদগাহ মিনার নির্মান ও নামাযের জামায়াত আয়োজনে সার্বিকভাবে সহডোগিতা করেছেন ইকবালুর রহিম এমপি।
ঐতিহ্যবাহী এই বড়মাঠে দূর দুরান্ত থেকে মুসল্লিরা সমবেত হন। বড় মাঠে ঈদের জামাতের সময় সকাল ০৯ঃ০০ ঘটিকা
১৯৪৭ সালে দেশ বিভাগের সময় হতে এ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। তবে স্থায়ী কোন মিম্বার সেখানে নির্মাণ করা হয়নি।
জেলা প্রশাসন স্থায়ী ঈদগাহ মিম্বার নির্মাণ কাজ শুরু করেছিলো ২০১৫ সালে।
এ মাঠের মাঝ ভাগে চেহেলগাজীর সমসাময়িক ইসলাম প্রচারক শাহ আমির উদ্দীন ঘুরী (র:) মাজার রয়েছে যিনি ঘোড়ায় চড়ে দিনাজপুরে ইসলাম প্রচার করেন এবং সেজন্য এ মাঠের নামকরণ হয় গোর এ শহীদ ময়দান।
-শিশির