স্পোর্টস ডেস্কঃ

ভুটানকে ২-০ গোলে হারিয়ে দারুণ জয় দিয়ে সাফ ফুটবল মিশন শুরু করলো বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে একটি করে গোল করে কোচ জেমি ডের শিষ্যরা।

ম্যাচের দ্বিতীয় মিনিটে পেনাল্টির বাশি বাঁজান রেফারি। ডি-বক্সে বাংলাদেশের সাদ উদ্দিনকে বাজেভাবে ফাউল করে হলুদ কার্ড দেখেন ভুটানের মিডফিল্ডার টিশেরিং দিরজি। পরের মিনিটে স্পট কিক থেকে দলকে লিড এনে দেন তপু বর্মন। ডান পায়ের শটে গোল পোস্টের ডান কোনায় বল পাঠান তিনি। প্রথমার্ধে দুইদলের আর কেউ জালের দেখা পাননি। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জেমি লাল-সবুজ জার্সিধারীরা।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই ডি-বক্সের ডান পাশ থেকে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড মাহবুবুর রহমান। ম্যাচে ফিরতে মরিয়া ভুটান একটি গোলও পরিশোধ করতে পারেনি। ২-০ ব্যবধানে ম্যাচের নিষ্পত্তি ঘটে। ৪০% বল দখলে রাখে স্বাগতিকরা।

আগামী বৃহস্পতিবার পরবর্তী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবেন জামাল ভূঁইয়া-তপু বর্মনরা। দুইদিন পর এ গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily