তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ
সারা দেশে ইন্টারনেট বন্ধের হুমকি দিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। ইন্টারনেট খাতে ভ্যাট জটিলতার সমাধান না হলে এই ইন্টারনেট সেবা বন্ধ করা হবে।

৪ জুলাই, শনিবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আমিনুল হাকিম এ ঘোষণা দেন।

এ সময় আমিনুল হাকিম জানান, সুবিধামতো সময়ে দুই থেকে এক ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখবো। কবে কখন এই কর্মসূচি নেয়া হবে তা সংগঠনের নেতাদের সাথে আলোচনা করে চূড়ান্ত করা হবে। জুলাই মাসের মধ্যে দাবি না মানা হলে আমার এই কর্মসূচি গ্রহণ করবো।

তিনি আরো বলেন, দাবি মানা না হলে ইন্টারনেট বন্ধের এ কর্মসূচি ধাপে ধাপে অর্থাৎ প্রতিমাসে বা সপ্তাহে সপ্তাহে চলমান থাকবে।

প্রসঙ্গত, সদ্য পাস হওয়া ২০২০-২১ অর্থবছরের বাজেটে ইন্টানেটে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। এবারের বাজেটে ইন্টারনেটে ৫% ভ্যাট এবং ভ্যালু চেইনের অন্যান্য খাতে ১৫% ভ্যাট আরোপ করা হয়। তবে সরকারের এই ভ্যাট বৃদ্ধিকে বৈষম্যমূলক এবং মূসক আইনের পরিপন্থী বলে মনে করছে আইএসপিএবি।

ভূয়া বিদ্যৎ বিল করার অভিযোগে ৪ ইঞ্জিনিয়ার বরখাস্ত

সংগঠনটির পরিসংখ্যান মতে, দেশে প্রায় ৮০ লাখ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ রয়েছে। যার মাধ্যমে কমপক্ষে তিন কোটি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছেন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily