আন্দোলনঃ
দেশের বিভিন্ন স্থানে চলমান ধর্ষণ ও নিপীড়ন বন্ধে সরকারের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগ এনে আগামী ১৬ অক্টোবর সকাল ৯টায় শাহবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছে বাম ছাত্রসংগঠনগুলোর প্ল্যাটফর্ম ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’।
লংমার্চ শুরুর পর দিন ১৭ অক্টোবর বেগমগঞ্জে সমাবেশ করার ঘোষণা দিয়েছে তারা। তবে এর আগে সরকার যদি তাদের ৯ দফা দাবি মেনে নেয় এবং বাস্তবায়ন করে, সেক্ষেত্রে তারা লংমার্চের সিদ্ধান্ত থেকে সরে আসবে।
শুক্রবার (৯ অক্টোবর) জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সমাবেশে তারা ৯ দফা দাবি ঘোষণা করে, অনাদায়ে লংমার্চের ঘোষণা দেয়।
আন্দোলনকারীরা ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আগামী ১৭ অক্টোবর পর্যন্ত নানা কর্মসূচিরও ঘোষণা দেন তারা।
এসময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স ৯ দফা দাবি তুলে ধরেন।
-কেএম