থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট সেবা চালু

মোবাইলে থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট সেবা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়া হয়েছে। ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৮টা থেকে মোবাইল ইন্টারনেটের এই সেবা পুনরায় চালু হয়।

মোবাইল ফোন অপারেটরগুলোর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দিয়েছিল বিটিআরসি।

প্রসঙ্গত, আসন্ন সংসদ নির্বাচনের ভোটের আগে ‘অপপ্রচার’ ঠেকাতে গত ১৩ ডিসেম্বর এক বৈঠকে নির্বাচন কমিশনকে (ইসি) ইন্টারনেটের গতি কমানোর প্রস্তাবনা দেয় পুলিশের গোয়েন্দা বিভাগ।

FacebookTwitter