ত্রাণ চুরি: একই ইউপি’র চেয়ারম্যানসহ ৭ মেম্বার বরখাস্ত

ত্রাণ চুরি: একই ইউপি’র চেয়ারম্যানসহ ৭ মেম্বার বরখাস্ত
ত্রাণ চুরি: একই ইউপি’র চেয়ারম্যানসহ ৭ মেম্বার বরখাস্ত

সারাদেশঃ
ত্রাণ বিতরণে অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ পাওয়ায় ফরিদপুরে এক ইউপি চেয়ারম্যানসহ ওই ইউনিয়নের ছয় সদস্যকে (মেম্বার) সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

২০ মে, বুধবার স্থানীয় সরকার বিভাগ হতে জারি করা এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

এরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসান, ইউপি সদস্য মো. ওবায়দুর রহমান, মো. বাকিয়ার রহমান, ইব্রাহিম শেখ, মো. রেজাউল করিম, মো. অলিয়ার রহমান ও মোসা. স্বপ্না বেগম।

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর সাধারণ ছুটি বা লকডাউনের কারণে কর্মহীন অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ শুরু করে সরকার। বিতরণে অনিয়ম করায় এ নিয়ে মোট ৬৬ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তাদের মধ্যে ২১ ইউপি চেয়ারম্যান, ৪২ ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য ও দুজন পৌরসভার কাউন্সিলর রয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান ইনামুল হাসানের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম, চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাৎ, আশ্রয়ন প্রকল্পের ঘর দেয়ার নামে অর্থ আদায়, এলজিএসপি প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং ইউপির করের টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

ছয় সদস্যের নামেও খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ, ভিজিডির চাল আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

তাদের কেন চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব চেয়ে পৃথক কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। জবাবপত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে অনুরোধ করা হয় প্রজ্ঞাপনে।

-কেএম

FacebookTwitter