সারাদেশঃ
তুচ্ছ ঘটনার জেরে বরিশাল নগরীতে মামুন মাতুব্বর (৩৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল ১২ জুন, শুক্রবার রাতে নগরীর মওলানা ভাসানী সড়ক এলাকায় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ

নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর ছোটবিঘাই গ্রামে। পরিবার নিয়ে ভাসানী সড়কে ভাড়া থাকতেন তিনি। দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

এ হত্যায় জড়িত সন্দেহে একই এলাকার মো. রাব্বী (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পূর্ববিরোধের জের ধরে গতকাল সন্ধ্যার পর মামুনের কবুতরের ঘরে ঢিল ছোড়ে রাব্বী। এ নিয়ে তাদের দুইজনের মধ্যে তর্কাতর্কি হয়।

এরই এক পর্যায়ে ধারালো অস্ত্র বের করে মামুনকে কোপায় রাব্বী। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, মামুনের তার মৃতদেহ ময়না তদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily