অনলাইন ডেস্কঃ
কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারকে তুলে নেয়ার অভিযোগ করেছে তার পরিবার।
শুক্রবার দুপুরে রাজধানীর লালমাটিয়ার নিজ বাসার সামনে থেকে কে বা কারা তাকে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পারভেজ হোসেনের খালাতো ভাই ফাহাদ বলেন, লালমাটিয়া সি ব্লকের ৩০ নং নিজ বাসার সামনে কালো জিপ গাড়ি দাঁড়ানো ছিল।
চারজন লোক তাকে ফলো করছিল। পারভেজের ভাই লালমাটিয়ার মিনার মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ শেষে বাসায় ঢোকার সময় ওই চারজনের একজন তার সঙ্গে হ্যান্ডসেকও করেন। এরপর টান দিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়।
অভিযোগ পাবার পর বিষয়টির তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর।
-ডিকে