এসএম রাহাত, আইনজীবীঃ

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, বিশ্বধনী বিল গেইটস তাঁর মৃত্যুর পরে সকল সহায় সম্পত্তি বিল এন্ড মেলিন্ডা গেইটস ফাউন্ডেশনের নামে উইল করে দিয়েছেন।

তাঁর মৃত্যুর পরে প্রতিটা সন্তান ১০ মিলিয়ন ডলার করে পাবেন, স্ত্রীও পাবেন মাত্র ১০ মিলিয়ন ডলার।


আমেরিকার আইনে স্বামী স্ত্রীর ডিভোর্স হলে বৈবাহিক কালীন সময়ে অর্জিত সকল নগদ অর্থ ও সম্পত্তির ৫০% হিসাবে পেয়ে থাকেন- স্বামী এবং স্ত্রী, অর্থাৎ অর্ধেক অর্ধেক।


মানবিকতায় উদার স্বামী বিল গেইটসের কামানো সম্পত্তি এতো সহজে ছেড়ে দেবেন মেলিন্ডা? না, হতেই পারেনা। তাই তালাক দিয়েছেন স্বামীকে।


বিল গেইটস জীবিত আছেন তাই সম্পত্তির অর্ধেক হিসাবে আমেরিকার আইন অনুযায়ী মেলিন্ডা গেইটস পাবেন প্রায় ৩৫ বিলিয়ন ডলার। বিল গেইটসের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করলে পাবেন ১০ মিলিয়ন ডলার মাত্র!


তাহলে নগদ ৩৫ বিলিয়ন ডলার ভালো নাকি স্বামী মারা গেলে মাত্র ১০ মিলিয়ন ডলার ভালো?
ধূর্ত মহিলা মানবতার সেবাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জীবিত স্বামীকে তালাক দিয়ে বনে গেলেন অন্যতম বিলিয়নেয়ার!


অসহায় মানবতার সেবায় মেলিন্ডার মন কাঁদেনা, তিনি এখন ৩৫ বিলিয়ন ডলারের আশায় তালাক পাঠালেন বিল গেইটসের কাছে। ব্যাস মিউচুয়াল ডিভোর্স!


নারীদের প্ররোচনায় পৃথিবীর অনেক সাম্রাজ্য ধ্বংস হয়েছে তবে নারীর প্ররোচনায় কোন পুরুষ রাজা হয়েছে এমন ইতিহাস কোথাও আছে বলে আমি জানিনা!


তারপরেও নারীরা মায়ের জাত তাই “সালাম আপনাদের!”

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily