মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)’র উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তারেক রিয়াজ খান-এর পদোন্নতি

তারেক রিয়াজ খান সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে এসএমই ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন। নভেম্বর ০১, ২০১৫ সালে এমটিবিতে যোগদানের পর থেকেই তারেক রিয়াজ খান ব্যাংকে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং-এ ¯œাতকোত্তর ডিগ্রি অর্জনের পর, ১৯৯৪ সালে বেক্সিমকো গ্্রুপ-এ ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে পেশা শুরু করেন। এমটিবিতে যোগদানের পূর্বে তিনি ব্যাংক আলফালাহ্ বাংলাদেশ-এর রিটেইল ব্যাংকিং ও বিজনেস, বাংলাদেশ অপারেশনস্-এর প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতার মধ্যে ২২ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন তারেক স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক-এ ১৯৯৭ সালে ট্রেইনি অফিসার হিসেবে ব্যাংকিং পেশা শুরু করেন ও ২০১৩ সাল অব্দি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা পদে কর্মরত ছিলেন এবং এর পর প্রিমিয়ার ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

তারেক রিয়াজ খান দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ও একাডেমিতে ব্যাংকিং এবং ব্যাংকিং পেশাদারীত্বের উপর ব্যাংকারদের প্রশিক্ষণ প্রদান করে থাকেন।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily