অনলাইন ডেস্কঃ

সংলাপের অজুহাতে বিলম্ব না করে ৮ নভেম্বরই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানিয়েছে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচনের তফসিল যাতে ৮ তারিখেই ঘোষণা করা হয়, ইসির বৈঠকে সেই দাবি জানানো হয়েছে।

আজকের পরে যেহেতু কোনো সংলাপ আর হচ্ছে না, তাই তফসিল পেছানোর কোনো সুযোগ নেই। নির্বাচনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার দাবিও জানানো হয়েছে বলে জানান জাতীয় পার্টি মহাসচিব।

তিনি বলেন, ইভিএম ব্যবহারে সাধারণ মানুষ অভ্যস্ত নয়। তাই ইসিকে এটি ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে। রুহুল আমিন হাওলাদার আরো বলেন, নির্বাচনে যাতে কালো টাকার ব্যবহার নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে নির্বাচনকে কমিশনকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এছাড়া ইসি যাতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে সে আহবানও জানানো হয়েছে।

-পিএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily