ঢাবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে গ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৯ দশমিক ২ শতাংশ ভর্তিচ্ছুই অনুত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণ শিক্ষার্থীর হার মাত্র ১০ দশমিক ৯৮ শতাংশ। গতকাল সকাল ১১টায় ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। এ সময় প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক
ড. মুহাম্মদ সামাদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও গ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ১৪ই সেপ্টেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মোট ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় ২৫ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২ হাজার ৮৫০ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ১০ দশমিক ৯৮ শতাংশ।
পরীক্ষার বিস্তারিত ফলাফল http://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। তাছাড়া, যে কোনো অপারেটরের মোবাইল ফোন থেকে DU GA ¨ roll no ¨টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি sms এ ফলাফল জানা যাবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১ থেকে ১ হাজার ২৭৫ মেধাক্রমধারী শিক্ষার্থীদের আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ১৮ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ১৮ই সেপ্টেম্বর থেকে ২৮শে সেপ্টেম্বরের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
-আরবি