শিক্ষাঃ
রাজধানীর সরকারি সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি বাতিলের দাবিতে সকল ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীদের একাংশ।
আজ রবিবার ভোরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কলাভবন, বাণিজ্য শিক্ষা অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদে তালা লাগায়। এসময় আন্দোলনকারীরা অধিভুক্তি বাতিলের দাবি না মেনে নেয়া পর্যন্ত তালা খুলবে না বলে জানান।
আন্দোলনকারীরা বলেছেন, আমরা রেজিস্টার বিল্ডিং, কলাভবন, এফবিএস, সমাজ বিজ্ঞান অনুষদে তালা ঝুলিয়েছি। সাত কলেজের অধিভুক্তি বাতিলের সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার আগে আমাদের অবস্থান থেকে সরে আসবো না।
এদিকে শিক্ষার্থীদের একাংশের আন্দোলনের ফলে সকালে ক্লাস করতে এসে ফিরে গেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে সকাল ৮টায় কর্মচারিরা তালা খুলতে আসলে তাদেরকে তালা খুলতে বাঁধা দেয় আন্দোলনকারীরা।
এ আন্দোলনে ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের অংশ নিতে দেখা গেছে। তবে অধিকাংশ শিক্ষার্থী ক্লাস করতে আসলেও তাদের ভিতরে ঢুকতে দেয়নি আন্দোলনকারীরা।
-কেএম