‘ঢাকা ২০৪০’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত

বিনোদনঃ
বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসং এইচ চৌধুরী সেন্টারে দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা ২০৪০’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়েছে। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা, বাপ্পি চৌধুরী, নুসরাত ফারিয়া ও এবিএম সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। উদ্বোধক ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।+

চলচ্চিত্রটি নিয়ে দীপংকর দীপন বলেন, ‘এটি শুধুমাত্রই একটি ভবিষ্যত নির্ভর ছবি নয়। এটি একটি সোশ্যাল ড্রামা, তবে ২০৪০ সালের। আমিও আপনাদের মতই একজন- বাংলাদেশ নিয়ে নেতিবাচক কিছু বললে যার খুব গায়ে লাগে। নিজের কাজটা দিয়ে বাংলাদেশের ইমেজকে একটু এগিয়ে দিতে চাই।’

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily