শিশির মোজাম্মেলঃ
রাজধানীর নিউ মার্কেটের পাশ্ববর্তী সুপার মার্কেটে আগুন ধরেছে আজ ভোরে। আগুনের সূত্রপাতের কোন তথ্য এখনো জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট। তিন তলা ভবনটির চারপাশে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ফায়ার সার্ভিস সদস্যদের সাহায্য করছেন বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুই ঘণ্টা পার হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

জানা যায়, আজ শনিবার ভোর সাড়ে পাঁটার দিকে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভির্সের ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরবর্তীতে আরো পাঁচটি ইউনিট যোগ দেয়।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যবসায়ীরা। মার্কেটের সামনে তাঁদের আহাজারি করতে দেখা যায়। ব্যবসায়ীদের কেউ কেউ নিজেদের দোকান থেকে অক্ষত মালামাল সরিয়ে আনার চেষ্টা করছেন।

-এস

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily