অনলাইন ডেস্কঃ
জাতীয় চিড়িয়াখানায় আর পিকনিক করা যাবে না। এ ছাড়া প্রবেশের ফি বাড়িয়ে ৩০ টাকা থেকে ৫০ টাকা করা হলো।
চিড়িয়াখানার বাইরের গাড়ি পার্কিং ফি বাড়ানোর সিদ্ধান্তসহ রিকশা, ভ্যান বা সাইকেলের প্রচলিত পার্কিং পদ্ধতি বাতিল করা হয়েছে।
এ ছাড়া চিড়িয়াখানার সৌন্দর্য ও পরিবেশ রক্ষার স্বার্থে উৎসব দ্বীপ ও নিঝুম দ্বীপ নামে দুটি পিকনিক স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে।
ওই স্পটগুলোর ভাড়া ছিল যথাক্রমে দশ ও ছয় হাজার টাকা। ভাড়া দিয়ে দিনব্যাপী বনভোজন করার অনুমতি পেত পিকনিক পার্টিগুলো। তবে তাদের হৈচৈ, উচ্চ শব্দে গান বাজানোসহ যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে চিড়িয়াখানার পরিবেশ নষ্ট হয় বলে পিকনিক স্পট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সভাপতিত্বে জাতীয় চিড়িয়াখানার উপদেষ্টা কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
-পিকে