ঢাকায় সব চেয়ে বেশি করোনাকান্ত রাজারবাগে

ঢাকায় সব চেয়ে বেশি করোনাকান্ত রাজারবাগে
ঢাকায় সব চেয়ে বেশি করোনাকান্ত রাজারবাগে

করোনা সংবাদঃ
দেশে এ পর্যন্ত ৫৪১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৪৫ জন।

সারাদেশে এখন পর্যন্ত করোনা মহামারীতে সব থেকে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকায়। ২৬ এপ্রিল, রবিবার আইডিসিআরের তথ্য অনুযায়ী শুধু ঢাকা সিটিতেই আক্রান্তের সংখ্যা ২৪৮৫ জন।

আর ঢাকার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন রাজারবাগে। এ এলাকায় এখন পর্যন্ত ৯৯ জনকে করোনা শনাক্ত করা হয়েছে।

২০ এর বেশি রোগী ঢাকার যেসব এলাকায়-

সন্তান জন্ম দেয়ার পর একটু স্পর্শ কর‍তেও পারলেন না ফওজিয়া

রাজারবাগ – ৯৯, বংশাল – ৪৭, বাসাবো – ২৪, চানখারপোল – ২৩, চকবাজার – ৩২, ধানমন্ডি – ৩১, গেন্ডারিয়া – ২৪, গুলশান – ২২, হাজারিবাগ – ২৪, যাত্রাবাড়ি – ৬৭, জুরাইন – ২২ ,কাকরাইল – ৩৩, লালবাগ – ৫৯, মিরপুর (১) – ২৬, মিরপুর (১১) – ২৩, মিরপুর (১৪) – ৩৬, মিটফোর্ড – ৩৬, মগবাজার – ২৫, মহাখালী – ৩৮, মোহাম্মদপুরে – ৫৪, মুগদা – ৪১, পুরানাপল্টন – ২৭, শাহবাগ – ৩৪, শাখারীবাজার – ২৭, স্বামীবাগ – ৩১, তেজগাঁও – ৩৬, উত্তরা – ৩৩, ওয়ারীতে – ৩৫ জনকে শনাক্ত করা হয়েছে।

-কেএম

FacebookTwitter