অনলাইনঃ

রাজধানীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আফতাবনগরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, নিহতরা বাড্ডা-রামপুরার শীর্ষ সন্ত্রাসী টারজান বাহিনীর প্রধান মনির ও তার সহযোগী শাহ আলী ওরফে শাহেনশাহ। নিহতদের মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

ডিবি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. সাহজাহান সাজু ‘বন্দুকযুদ্ধে’র বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের বিষয়ে ডিবির এক শীর্ষ কর্মকর্তা জানান, রাতে আমাদের কাছে আফতাবনগরে সন্ত্রাসীদের অবস্থানের গোপন সংবাদ আসে। এর ভিত্তিতে আমরা বাড্ডার আফতাবনগর এলাকায় অভিযানে যাই। এ সময় সন্ত্রাসীরা আমাদের উদ্দেশ্য করে গুলি ছুড়ে। ডিবিও পাল্টা গুলি ছুড়ে। কিছুক্ষণ পর দুইজনকে গুলিবিদ্ধ ও অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ডিবি জানায়, গত ১৮ মার্চ মেরুল বাড্ডায় জুলহাস হোসেন মোল্লা নামে এক যুবককে গুলি করে হত্যা করার সঙ্গে টারজান বাহিনীর নিহত দুই সন্ত্রাসী জড়িত। অভিযোগ ছিল, মাদক বিক্রির টাকার ভাগ না পেয়ে জুলহাসকে হত্যা করে টারজান বাহিনী।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily