অনলাইনঃ
কুকুর বা বিড়াল পোষা প্রাণী অনেকের কাছে সন্তানের মতো প্রিয় হয়ে ওঠে। তারা অসুস্থ হলে প্রিয়জনের মতোই দুশ্চিন্তা হয়। সেই প্রিয় প্রাণীদের বিশ্বমানের চিকিৎসা সেবা দিতে রাজধানীর পূর্বাচলে টিচিং অ্যান্ড ট্রেনিং পেট হসপিটাল অ্যান্ড রিসার্স সেন্টার গড়ে তুলেছে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স ইউনিভারসিটি। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে ৩দিন ধরে অস্ত্রোপচারসহ চিকিৎসা সেবা দিয়েছেন।

বাসার সামনের রাস্তায় দুর্ঘটনার শিকার কুকুর নিয়ে বিপাকে পড়েছিলেন রাজধানীর মিরপুর ডিওএইচএস এর ইয়াসমিন আক্তার। পরে মানুষের কাছে শুনে ১৫দিন আগে রাজধানীর পূর্বাচলে পেট হসপিটালে নিয়ে এসে কুকুরটির সামনের পায়ে অপারেশন করিয়েছেন তিনি।

এমন অনেকেই প্রতিদিন তাদের পোষা প্রাণীর চিকিৎসার জন্য টিচিং এন্ড ট্রেনিং পেট হসপিটাল এন্ড রিসার্স সেন্টারে আসছেন।

বিশ্বমানের এ হাসপাতালে ডিজিটাল এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম, সর্বাধুনিক প্যাথলজি, অর্থোপেটিক সিয়াম মেশিন, অপারেশন থিয়েটার, ভেক্সিনেশন এবং মেডিসিন কর্নার আছে। যুক্তরাষ্ট্রের টাফট্ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডাক্তার গ্রেগরি কুকুরের ক্যান্সারসহ কয়েকটি জটিল অপারেশন করেছেন।

চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স ইউনিভারসিটি গত বছরের ২৮শে অক্টোবর রাজধানীর পূর্বাচলে আধুনিক এ পেট হাসপাতাল প্রতিষ্ঠা করে।দেশে এ রকম কত পোষা প্রাণী আছে, তার কোনো পরিসংখ্যান নেই। তবে এ সংখ্যা একবারে কম নয়।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily