ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির ভর্তি ফরম বিতরণ শুরু হবে ১ ডিসেম্বর থেকে এবং তা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

এবং ভর্তির আবেদন অনলাইনে করতে হবে।

আজ বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে ২০১৯ শিক্ষাবর্ষে ভর্তি নীতিমালা–সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক আবদুল মান্নান প্রথম আলোকে এই তথ্য জানান।

সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর। ঢাকার ৩৫টি সরকারি বিদ্যালয়কে আগের মতো তিনটি গ্রুপে ভাগ করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর। আর প্রথম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক আবদুল মান্নান বলেন, এই তারিখের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অন্যান্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করা হবে স্থানীয়ভাবে।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily