কূটনৈতিক রিপোর্টঃ

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পেয়েছেন আর্ল রবার্ট মিলার। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাকে মনোনয়ন দিয়েছেন।

মিলার বর্তমানে বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন তিনি।

সিনেটের অনুমোদনের পরই মিলারের মনোনয়ন চূড়ান্ত হবে।

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কনসাল জেনারেল ছিলেন মিলার।

তাছাড়া তিনি নয়া দিল্লি, বাগদাদ ও জাকার্তায় আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত গ্যাবোর্নে যুক্তরাষ্ট্রের দূতাবাসে দায়িত্ব পালন করেন। তিনি ইউনিভার্সিটি অব মিশিগান থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন এবং যুক্তরাষ্ট্রের মেরিন কোরের একজন সাবেক কর্মকর্তা।

তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পেয়েছেন সাহসিকতা বিষয়ক অ্যাওয়ার্ড ফর হিরোইজম পুরস্কার এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন থেকে পেয়েছেন শিল্ড অব ব্রেভারি পুরস্কার। তিনি ফরাসি, স্প্যানিশ ও ইন্দোনেশিয়ান ভাষায় কথা বলতে পারেন। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী আনা মিলার।

ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily