অর্থনীতিঃ
বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি ইমিরেটাস অধ্যাপক ড. এম. এ. সাত্তার মন্ডল গবেষণায় বিশেষ অবদানের জন্যে ‘একুশে পদক ২০২২’-এ ভূষিত হয়েছেন।

একুশে পদক প্রাপ্তিতে বাংলাদেশ অর্থনীতি সমিতি তাঁকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।

অধ্যাপক ড. এম. এ. সাত্তার মন্ডল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, পারিকল্পনা কমিশনের সাবেক সদস্য, প্রখ্যাত কৃষি অর্থনীতিবিদ, আদর্শ শিক্ষক এবং আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন গবেষক।

অধ্যাপক সাত্তার মন্ডল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।

তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে পি.এইচ.ডি করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি লাভ করেন।

পরে বাকৃবিতে কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং বিশ্বিবিদ্যালয়ের ২১তম উপাচার্য ছিলেন।

বর্তমানে সিন্ডিকেট সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily