আইন আদালতঃ
শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত, কর্তৃপক্ষ অর্থাৎ বিআরটিএ কর্তৃক প্রদত্ত যেকোন ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২ পয়েন্ট বরাদ্দ থাকবে।

সড়ক পরিবহণ আইন ও বিধির অধীনে অপরাধ সংঘটনের কারণে দোষসূচক পয়েন্ট অর্থাৎ অপরাধ করলে পয়েন্ট কর্তন হবে। বরাদ্দকৃত পয়েন্ট কর্তন গেলে ড্রাইভিং লাইসেন্স বাতিল বা স্থগিত বিধি দ্বারা নির্ধারিত হবে।

সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ১১ ধারায় নিম্নলিখিত আইন অমান্য করে অপরাধ করলে দোষসূচক পয়েন্ট কর্তন হবে।

ক) ট্রাফিক সিগন্যালের লাল বাতি অমান্য করে মোটরযান চালালে।

খ) পথচারী পারাপারের নির্দিষ্টকৃত স্থানে বা উহার সন্নিকটে বা ওভারটেকিং নিষিদ্ধ এইরূপ কোন স্থানে ওভারটেক করলে।

গ) লিংক রোড থেকে আগত মোটরযান না থামিয়ে সরাসরি প্রধান সড়কে মোটরযান প্রবেশ করালে।

ঘ) যানবাহন চলাচলের সময় সড়কে নির্দেশিত গতিসীমা লঙ্ঘন করলে।

ঙ) ইচ্ছাকৃতভাবে পথ আটকাইয়া বা অন্য কোনোভাবে অন্যান্য মোটরযানের চলাচলে বাধা সৃষ্টি করলে।

চ) একমুখি সড়কে বিপরীত দিক হতে অর্থাৎ উল্টোপথে মোটরযান চালালে।

ছ) বেপরোয়া ও বিপজ্জনকভাবে মোটরযান চালনা ও ওজনসীমা লঙ্ঘন করলে।

জ) মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় মোটরযান চালনা এবং

ঝ) বিধি দ্বারা নির্ধারিত অন্য যে কোনো বিষয় লঙ্ঘন করলে।

পয়েন্ট বরাদ্দ, হ্রাস-বৃদ্ধি, কর্তন সম্পর্কিত পদ্ধতি ও আনুষঙ্গিক অন্যান্য বিষয় বিধি দ্বারা নির্ধারিত হবে। সরকারের পূর্বানুমোদনক্রমে প্রয়োজনে উক্তরূপ পয়েন্ট হ্রাস বা বৃদ্ধি করতে পারবে বলে শর্তে বলা হয়েছে।

সুতরাং মোটরযান চালানোর পূর্বে অবশ্যই আপনাকে নতুন কার্যকর সড়ক পরিবহণ আইন সম্পর্কে ধারণা থাকাটা জরুরী।

-ডিএমপি নিউজে।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily