অনলাইন:
দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্ন্যাক ব্র্যান্ড ড্যান কেক “রিদম এন্ড ভাইবস” শিরোনামে একটি কনসার্ট –এর মধ্য দিয়ে উদযাপন করে আন্তর্জাতিক নারী দিবস। কনসার্টের লক্ষ্য ছিল সঙ্গীতাঙ্গনে নারীরা নিজেদের যে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন তা উপস্থাপন করা । ধানমন্ডিতে অবস্থিত “রবীন্দ্র শরোবোরে” হাজারো সংগীত প্রেমীরা একত্রিত হয়ে এই উৎসব সফল করেছেন। ব্ল ফক্স এন্টারটেইনমেন্ট ছিল এই কনসার্টের সংগঠক ।

কনসার্টের প্রধান আকর্ষণ ছিল দেশের অন্যতম মহিলা সঙ্গীতশিল্পী “নওসিন বৃন্তি। আরও ছিলেন চ্যানেল আই সেরা কণ্ঠ চ্যাম্পিয়ন ২০১৭ এর “ঐশী”, চ্যানেল আই 7 আপ এমপিএল চ্যাম্পিয়ন “বনি” এবং জনপ্রিয় রক অ্যান্ড মেটাল ব্যান্ড “স্যাভাজেরি “। কনসার্টটি ৪ টায় শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলতে থাকে।

ড্যান কেক রিদম এন্ড ভাইভ তরুণ এবং প্রতিভাবান গায়ক এবং সঙ্গীতপ্রেমিদের জন্য একটি জনপ্রিয় সঙ্গীত প্ল্যাটফর্ম হয়ে উঠছে।আজকের কনসার্টটি ব্র্যান্ডি লেন দ্বারা সমর্থিত ছিল। অ্যাপোলো হাসপাতাল ছিল জরুরি সহযোগী এবং এবিসি রেডিও (এফএম 89.6) ছিল রেডিও পার্টনার ।

-এসএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily