আন্তর্জাতিকঃ

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প মৃত্যুবরণ করেছেন।

গতকাল ১৫ আগস্ট, শনিবার রাতে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৭২তম জন্মদিনের ১১ দিন আগে মারা যান তিনি।

হোয়াইট হাউজ থেকে রাষ্ট্রপতির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে সংবাদে জানিয়েছে ফক্স নিউজ। তবে কি ধরনের অসুস্থতায় ভুগছিলেন রবার্ট ট্রাম্প, তা জানা যায়নি।

বিবৃতিতে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বেদনার সঙ্গে জানাচ্ছি, আমার ভাই রবার্ট আজ রাতে পৃথিবী ছেড়ে চলে গেছেন। কেবল ভাই নয়, সে ছিল আমার সব থেকে ভালো বন্ধু। তাকে খুবই মিস করব, তবে আবার আমাদের দেখা হবে। আমার হৃদয়ে তার স্মৃতি জাগ্রত থাকবে। বরার্ট, তোমাকে ভালোবাসি। শান্তিতে ঘুমাও তুমি।’

চিকিৎসাধীন রবার্টকে দেখতে এর আগেরদিনই হাসপাতালে গিয়েছিলেন ডোনাল্ড। মাস্কপরিহিত মার্কিন রাষ্ট্রপতি ছোট ভাইয়ের শয্যাপাশে প্রায় ৪৫ মিনিট অবস্থান করেছিলেন।

রবার্ট ট্রাম্প তার বড় ভাইয়ের ইম্পায়ার’স রিয়েল এস্টেট বিনিয়োগে সব কিছুর দেখাশোনার দায়িত্বে ছিলেন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily