তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ডেস্কঃ

নতুন ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় প্রথম মামলাটি হয়ে গেলো। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতারণার অভিযোগে আটক পাঁচজনের বিরুদ্ধে এ মামলাটি করা হয়েছে।

বুধবার রাতে ঢাকার যাত্রাবাড়ী ও বাড্ডা থেকে তাদের আটক করা হয়, পরে পল্টন থানায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এটিই ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা।

বৃহস্পতিবার তাদের আদালতে তুলে সাত দিনের রিমান্ড চাইলে মহানগর হাকিম সত্যব্রত শিকদার দুদিনের হেফাজত মঞ্জুর করেন।

মোল্যা নজরুল বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আরো তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কাওসার গাজী, সোহেল মিয়া, তরিকুল ইসলাম শোভন, রুবাইয়াত তানভির (আদিত্য) ও মাসুদুর রহমান ইমন।

সিআইডির এ বিশেষ পুলিশ সুপার বলেন, তারা ফেসবুকের মাধ্যমে প্রশ্ন একশভাগ কমনের নিশ্চয়তা দিয়ে বিকাশের মাধ্যমে বিভিন্নজনের কাছ থেকে টাকা আদায় করেছিল।

গত ৫ অক্টোবর মেডিকেলে ভর্তি পরীক্ষা কেন্দ্র করে তারা এ তৎপরতা চালায় বলে জানান তিনি। তাদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সিআইডির অভিযোগ, এ পাঁচজন গত বছরের প্রশ্ন এবং বাজারে থাকা বিভিন্ন বই থেকে প্রশ্ন সংগ্রহ করে নিজের মতো করে প্রশ্নপত্র বানিয়ে তা বিক্রি করে।

‘আসামিরা আগের বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু এবার প্রশাসনের তৎপরতায় তাদের সে চেষ্টা ব্যর্থ হওয়ায় অন্য পথ বেছে নেয়।’

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily