আইন আদালতঃ
সিলেটের কারা উপ মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের ঢাকার বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার বিকেলে রাজধানীর ভূতেরগলি এলাকায় তার বাসায় অভিযান এই টাকা জব্ধ ও তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘুষ, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে পার্থ গোপাল বণিক এই টাকা অর্জন করে তার বাসায় গচ্ছিত রাখেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক ডিআইজি থাকার সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদক প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদক কমিশনের পরিচালক মুহাম্মদ ইউছুফ তাকে জিজ্ঞাসাবাদ করেন।

-বিআর

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily