স্বাস্থ্যঃ
করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হুসাইনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ১৩ জুলাই, সোমবার দুপুরে আদালতে পুলিশের পক্ষ থেকে তাকে চার দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল ১২ জুলাই, রবিবার দুপুরে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ কামশনার (ডিসি) কার্যালয়ে আনা হয় ডা. সাবরিনা শারমিন হুসাইনকে।

সেখানে জিজ্ঞাসাবাদের পর বিকেলে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এরপর আজ সকালে চার দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়ার পর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডা. সাবরিনা শারমিন হুসাইনকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily