মিলি সুলতানা, কুইন্স, নিউইয়র্ক থেকেঃ

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের একটি সুন্দর ছিমছাম বাড়ির সামনে সাদা জ্যাকেট কালো প্যান্ট পরিহিতা একজন নারী দাঁড়িয়ে আছেন। তাঁর বাড়ির সামনে দিয়ে সারি বেঁধে প্রচন্ড জোরে হর্ন বাজিয়ে যাচ্ছিলো শ’খানেক গাড়ি। গাড়ির হুইসেলের সাথে চিয়ার্স ধ্বনি, প্রত্যেকটি গাড়ি মিনিট খানেক থামিয়ে সেই নারীকে অভিবাদন জানানো হচ্ছিলো। গাড়ির জানালা দিয়ে “থ্যাংকস” প্ল্যাকার্ড ধরে তাঁকে সম্মান করা হচ্ছিলো।

প্রশ্ন আসতে কে সেই নারী? কেন তাঁকে এমন অভাবনীয় পন্থায় সম্মান দেখানো হচ্ছিলো? সেই এক অভূতপূর্ব দৃশ্য। অবর্ননীয় আনন্দানুভূতি। যে নারীকে এমন সম্মান দেখানো হচ্ছিলো তাঁর নাম উমা মধুসূদন।

উমা জন্মসূত্রে ভারতের মহীশুরের। সাউথ উইন্ডসর নামে কানেকটিকাটের একটি হাসপাতালের চিকিৎসক তিনি। করোনা পেনডামিকে উমা মধুসূদন অসামান্য কর্মদক্ষতা দেখিয়েছেন। ঝাঁপিয়ে পড়েছেন আর্ত মানবতার সেবায়। চিকিৎসায় উমা এক্সট্রা অর্ডিনারি যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ডাঃ উমা মধুসূদনকে “Unsung Hero” উপাধি দেয়া হয়েছে।

করেনা প্রভাব

তাঁর কানেকটিকাটে বাসভবনের সামনে দাঁড়িয়ে থেকে নিয়ে “Drive of Honour” সম্মানে ভূষিত হন। ইউএস গভর্মেন্টের পক্ষ থেকে ১০০ টি গাড়ি হুইসেল বাজিয়ে ডাঃ উমাকে স্যালুট জানায়। ডাঃ উমা শুভেচ্ছার জবাব দিয়েছেন হাত নেড়ে। এমন বিরল সম্মাননা পেয়ে ডাঃ উমা আবেগে কেঁদে ফেলেন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily