ডাক্তার কাজে যোগ না দিলে ডিগ্রি বাতিল

ডাক্তার কাজে যোগ না দিলে ডিগ্রি বাতিল
ডাক্তার কাজে যোগ না দিলে ডিগ্রি বাতিল

আন্তর্জাতিকঃ

মুম্বাইয়ের ২৫ হাজার প্রাইভেট চিকিৎসককে অতি দ্রুত করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ডেডিকেটেড হাসপাতালে যোগ দেয়ার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার।

এ নির্দেশ পালন না করলে ডিগ্রি বাতিল বা এই ধরনের কঠোর পদক্ষেপ নেয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

নোটিস দিয়ে রাজ্যের ডিরেক্টরেট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্জ (ডিএমইআর) জানিয়েছে, বেসরকারি ক্ষেত্রে কর্মরত চিকিৎসকদের করোনা রোগীর সেবার জন্য পর্যাপ্ত সুরক্ষা দেয়া হবে। একইসঙ্গে ইমার্জেন্সিতে কাজ করার জন্য টাকাও পাবেন তারা।

ভারতীয় গণমাধ্যম ‘বর্তমান পত্রিকা’র খবরে বলা হয়, দেশের অন্যান্য অংশের মতো মহামারীর এই সময়ে মুম্বাইয়ের প্রাইভেট ক্লিনিকগুলো এখন বন্ধ। করোনা রোগীদের জন্য অস্থায়ী আইসোলেশন এবং কোয়ারেন্টাইন সেন্টারে কাজ করার জন্য এইসব প্রাইভেট চিকিৎসকদের একটি তালিকা তৈরি করেছে মহারাষ্ট্র সরকার। তবে, বয়স ৫৫ পার হওয়া চিকিৎসকদের এ তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

বুধবার জারি করা ডিএমইআর-এর নোটিসে বলা হয়েছে, ‘আগামী ১৫ দিনের জন্য কোভিড-১৯-এর মোকাবিলায় আপনাদের মতো বিশেষজ্ঞদের প্রয়োজন। আপনারা কোথায় পরিষেবা দিতে চান, তা পছন্দ করার স্বাধীনতা আপনাদের আছে। তবে, কাজে যোগ না দিলে তা বিধি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে। প্রয়োজনে ১৮৯৭ সালের মহামারী আইন অনুযায়ী পদক্ষেপ নিতে সরকার বাধ্য হবে।’

এখন এই সরকারি নির্দেশ নিয়ে প্রাইভেট চিকিৎসকদের মধ্যে দ্বিমত দেখা দিয়েছে। মুম্বাইয়ের সংক্রমণ বিশেষজ্ঞ ওম শ্রীবাস্তব দাবি করেছেন, ‘সরকার হঠাৎ করে নোটিস ধরিয়ে কাজে যোগ দিতে বলছে। কিন্তু কোভিড-১৯ রোগীদের সেবার জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ প্রয়োজন। যা প্রাইভেট চিকিৎসকদের অনেকের নেই। সরকারের উচিত আগে প্রশিক্ষণের ব্যবস্থা করা।’

-ডিকে

FacebookTwitter