সারাদেশঃ
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় একটি পিকআপভ্যানের চালকসহ তিনজনই নিহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম বলেন, শনিবার ভোর রাতে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ফল বোঝাই পিকআপভ্যানটিকে পেছন থেকে একটি ট্রাক এসে সজোরে ধাক্কা দেয়।

এতে গাড়িটি রাস্তার উপর পড়ে দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই চালকসহ তিন যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily