সারাদেশঃ
নারায়ণগঞ্জের রুপগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে ফজলুল হক নামে পুলিশের এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

পুলিশ জানায়, আজ বিকেলে তিনি কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। এ সময় তিনি রুপগঞ্জের নলপাথর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।

পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফজলুল হকের বাড়ি কুমিল্লার চান্দিনা এলাকায়।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily