অনলাইন ডেস্কঃ

সরকারের বর্তমান মন্ত্রিসভার বিশেষ কিছু সদস্যদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিসভায় যাঁরা টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিত্ব পেয়েছিলেন বিশেষ করে তাদের ক্ষেত্রে িএই নির্দেশ কার্যকরি হবে বলে জানা গেছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে গণভবনে ফিরে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আসন্ন একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরে নাকি পূর্বে নির্বাচনকালীন ছোট পরিসরে মন্ত্রিসভা গঠন করা হবে, সে বিষয়ে চিন্তা ভাবনার মধ্যেই এ নির্দেশ দিলেন শেখ হাসিনা।

বর্তমানে মন্ত্রিসভায় চারজন মন্ত্রী টেকনোক্যাট কোটায় রয়েছেন। তারা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ধর্ম মন্ত্রী মতিউর রহমান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily