সারাদেশঃ

কক্সবাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)’র অভিযানে ৭ রোহিঙ্গা নিহত হয়েছেন।

নিহতরা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে র‌্যাব। ২ মার্চ, সোমবার ভোরে টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাবের টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের ইনচার্জ মির্জা শাহেদ মাহাতাব এমন তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয় মির্জা শাহেদ মাহাতাব জানান, গোপন সংবাদ ভিত্তিতে র‌্যাবের একটি দল রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে জকির ডাকাতের আস্তানার খোঁজে অভিযান চালায়। এ সময় ডাকাত দলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে করে সাতজন নিহত হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, এ সময় ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। র‌্যাবের অভিযান এখনো চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily