টিপু হত্যার রহস্য শিগগিরই উদ্‌ঘাটন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

টিপু হত্যার রহস্য শিগগিরই উদ্‌ঘাটন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
টিপু হত্যার রহস্য শিগগিরই উদ্‌ঘাটন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইন আদালতঃ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি জানিয়েছেন রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের রহস্য শিগগিরই উদ্‌ঘাটন করা হবে।

রাজারবাগ পুলিশ লাইনসে শনিবার সকালে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। যারাই এ ঘটনায় জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

এ সময় টিপু হত্যাকাণ্ডের বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা অবশ্যই এর পেছনে কারা, নাটের গুরু কারা, কারা ঘটনা ঘটিয়েছে, সব কিছুই খোলসা করে আপনাদের জানিয়ে দেব।”

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পলিটিক্যাল কিলিংয়ের বিষয়ে আমরা এখনই কোনো মন্তব্য করতে চাই না। আমরা আশা করি, খুব শিগগিরই এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করতে পারব।”

-এনবি

FacebookTwitter