সারাদেশঃ

শুক্রবার (১৭ জুলাই) সকালে মধুপুরের মাস্টার পাড়া এলাকা থেকে মা-বাবা, ছেলে ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস‌্যরা বাড়িটি ঘিরে রেখেছেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল এ তথ‌্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে তাদের মৃত্যু হয়েছে। দুর্গন্ধ বের হচ্ছে।’

পরে পুলিশ গেট ভেঙে ভেতরে প্রবেশ করে চারজনের গলা কাটা মরদেহ উদ্ধার করে। চারজনের মধ্যে তিনজনের লাশ খাটের ওপর ও একজনের মরদেহ মেঝেতে পড়েছিল।

খুন হওয়া চারজনের মধ্যে নাম গনি মিয়া (৪৫) , স্ত্রী তাজরিন বেগম (৩৮), ছেলে তাজেল (১৫) ও মেয়ে সাদিয়া (৮)।

তবে কি কারণে হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন মধুপুর থানার ওসি তারিক কামাল। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily