টাকার গাড়ি থেকে ব্যাংকের টাকার ব্যাগ উধাও

টাকার গাড়ি থেকে ব্যাংকের টাকার ব্যাগ উধাও
টাকার গাড়ি থেকে ব্যাংকের টাকার ব্যাগ উধাও

অর্থনীতিঃ

ব্যাগে ভরে গাড়িতে করে রাজধানীর ইসলামপুর থেকে ন্যাশনাল ব্যাংকের কয়েক কোটি টাকা নেয়া হচ্ছিলো মতিঝিল শাখায়। কিন্তু পথিমধ্যে গাড়ি থেকে ৮০ লাখ টাকা ‘খোয়া’ যায়। ১০ মে, রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের ডিসি মুনতাসিরুল ইসলাম জানান, পুরান ঢাকার বিভিন্ন শাখা থেকে সংগ্রহ করা ন্যাশনাল ব্যাংকের কয়েক কোটি টাকার বেশ কয়েকটি ব্যাগ মতিঝিল নেয়া হচ্ছিল। সর্বশেষ ইসলামপুর থেকে ব্যাগগুলো নিয়ে রওনা করা হয়। বাবুবাজারে আসার পর গাড়ির লোকজন দেখেন, একটা ব্যাগ নেই। ওই ব্যাগে ৮০ লাখ টাকা ছিল।

তিনি আরো জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ব্যাংকটির সিকিউরিটিসহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তারা বলেছেন, হয়তো কোনোভাবে টাকা পড়ে গেছে। এখনো তাদের বক্তব্যের সত্যতা যাচাই করা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

-ডিকে

FacebookTwitter