চলমানঃ
জ্বর-সর্দি নিয়ে মারা গেলেন দূনীতি দমন কমিশনের এক পরিচালক। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে কুয়েত মৈত্রী হাসপাতালে দুদক পরিচালক মারা যান।

তিনি প্রায় সপ্তাহখানেক কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা।

দুদক সূত্রে জানা গেছে, হাঁচি-জ্বর ও সর্দি নিয়ে তিনি কয়েকদিন আগে জালাল সাইফুর রহমান নামের ওই পরিচালক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার সহকর্মীরা জানিয়েছেন, তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে।

তার স্ত্রী ও সন্তানদের আইসোলেশনে রাখা হয়েছে। মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। এই কর্মকর্তা চার বছরের জন্য দুদকে প্রেষণে নিয়োজিত ছিলেন।

মৃতের পরিবারের সবাইকে আইসোলেসনে রাখা হয়েছে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily