জো বাইডেন জয়ী,তবে ট্রাম্প এখনও ক্ষমতায়

জো বাইডেন জয়ী,তবে ট্রাম্প এখনও ক্ষমতায়
জো বাইডেন জয়ী,তবে ট্রাম্প এখনও ক্ষমতায়

আন্তর্জাতিকঃ
দীর্ঘ প্রতীক্ষা, তার পর জয়! নিজ পিতৃ ভূমি পেনসিলভানিয়ায় জয়ের মধ্যদিয়ে ৪৬তম মার্কিন রাষ্ট্রপতি হিসেবে নিজের জয় নিশ্চিত করেছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী ও সাবেক উপ-রাষ্ট্রপতি জো বাইডেন।

২০টি ইলেকটোরাল ভোটের রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রিপাবলিকান দলের প্রার্থী ও বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে তিনি পরাজিত করেছেন বলে আজ ৮ নভেম্বর, রবিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ অনুযায়ী ৬ ইলেকটোরাল ভোটের রাজ্য নেভাডায়ও জো বাইডেনের জয় নিশ্চিত হয়েছে। ফলে বাইডেনের ঝুলিতে এখন ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট।

নির্বাচনে জয়ী হতে কোনো প্রার্থীর ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টির প্রয়োজন হয়। ইতোমধ্যের এর চেয়ে ২০টি ভোট বেশি পেয়েছেন বাইডেন।

এই ফলাফলের মধ্যদিয়ে ১৯৯০ সালের পর প্রথম ক্ষমতাসীন রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে ব্যর্থ হলেন। এর আগে ১৯৯২ ও ৯৬ সালে বিল ক্লিনটন, ২০০০ ও ২০০৪ সালে জর্জ ডব্লিউ বুশ এবং ২০০৮ ও ২০১২ সালে বারাক ওবামা তাদের দ্বিতীয় মেয়াদেও হোয়াইট হাউজের অবস্থান ধরে রাখেন। পূর্বসূরীদের এই অর্জন ধরে রাখতে ব্যর্থ হলেন ট্রাম্প।

ডেমোক্র্যাটপ্রার্থী জো বাইডেনের জয় নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে ট্রাম্প বিদায়ী প্রেসিডেন্ট হলেও মসনদে আছেন ২০২১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত।

যাবতীয় আনুষ্ঠানিকতার পর ওই দিনই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হবেন বাইডেন। তার আগ পর্যন্ত ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ওভাল অফিস তাঁর দখলে।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বিভাজন সৃষ্টিকারী প্রেসিডেন্ট হিসেবে মনে রাখা উচিত। সাদা-কালো, নারী-পুরুষ, অভিবাসী-মার্কিন ইত্যাদি নানাভাবে তিনি বিভাজন সৃষ্টি করেছেন।

ক্ষমতা পেয়েই ধর্মের জিগির তুলে নিরাপত্তার অজুহাত দেখিয়ে ছয় মুসলিম দেশের ওপর আরোপ করেছিলেন ভ্রমণ নিষেধাজ্ঞা।

কৃষ্ণাঙ্গ, এশীয়সহ বিভিন্ন অশ্বেতাঙ্গ জাতিগোষ্ঠীর ওপর যখন শ্বেতাঙ্গরা হামলা চালাল, যতবার চালাল, ততবারই প্রেসিডেন্ট ট্রাম্প সরবে বা নীরবে হামলাকারীদেরই পক্ষেই ছিলেন।

-জেএম

FacebookTwitter