জেএমবি’র ৮ সদস্য গ্রেফতার

অনলাইনঃ

রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব বলছে, তারা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির র‌্যাডিকেল ইয়ুথ গ্রুপের সদস্য।

রোববার দিনগত রাতে র‌্যাব-১ ও র‌্যাব-২ যৌথ অভিযান পরিচালনা করে রাজধানীর কলাবাগান, বসুন্ধরা ও মোহাম্মদপুর এলাকা হতে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও ল্যাপটপ জব্দ করা হয়।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, সোমবার দুপুরে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

-আরবি

FacebookTwitter