ধর্ম ডেস্কঃ

কি কি শর্ত পূর্ণরূপে পাওয়া গেলে জুমা ফরজ হবে

১. পূরুষ হওয়া, মহিলার উপর জুমা ফরজ নয়
২. স্বাধীন হওয়া দাসের উপর জুমা ফরজ নয়
৩. শহরের বা শহরের হুকুমে পড়ে এমন স্থানের মুকিম হওয়া
৪. সুস্থ্য হওয়া, রুগ্ন ব্যাক্তির উপর জুমা ফরজ নয়
৫. নিরাপদ হওয়া, জুলুম অত্যাচারের ভয় থাকলে তার উপর জুমা ফরজ নয়
৬. দৃষ্টি শক্তি থাকা, অন্ধের উপর জুমা ফরজ নয়
৭. হাটা চলার শক্তি থাকা, চলা-ফিরায় অক্ষম ব্যাক্তির উপর জুমা ফরজ নয়

যাদের উপর জুমা ফরজ/ওয়াজিব নয়, তারা আদায় করলেও শুদ্ধ হবে, জোহরের নামাজ আদায় করতে হবে না। বরং তাদের জন্য জুমা মোস্তাহাব।

মহিলাগণ ঘরের মধ্যে জোহরের নামাজ আদায় করবে, তারা জুমায় উপস্থিত হওয়া নিষেধ।

ইমাম বাতায়ন

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily