আইন আদালতঃ
ক্যাসিনোবিরোধী কাণ্ডে গ্রেপ্তার আলোচিত ঠিকাদার ও তৎকালীন যুবলীগের নেতা জি কে শামীমকে অস্ত্র মামলায় দেয়া জামিন প্রত্যাহার করলেন হাইকোর্ট।
আলোচিত জি কে শামীমের জামিনের সংবাদ শনিবার গণমাধ্যমে প্রকাশের একদিন পর রোববার সকালে শামীমের জামিন সংক্রান্ত বিষয়টি শুনানির জন্য একটি সম্পূরক কার্যতালিকা প্রকাশ করা হয়।
এরপর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান বলেন: ‘মাই লর্ড এই মামলায় জামিন আবেদনকারীর নাম লেখা ছিল এস এম গোলাম কিবরিয়া। কিন্তু আদালতের ওই দিনের কার্যতালিকায় নাম শুধু এস এম গোলাম।’
এরপর জামিনের পক্ষের আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদী আদালতকে বলেন: জামিন আদেশের দিন ওই সময় কোর্টে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান ছিলেনই না।
আজ দু’পক্ষের এসব কথা শুনে হাইকোর্ট বলেন: ‘এটার বিষয়ে হয়ত নামে বিভ্রান্তি হয়েছে। আমাদের হয়ত বুঝতে সেদিন ভুল হয়েছে। তাই আমরা জামিনের অর্ডারটি রিকল (প্রত্যাহার) করছি।
এ সময় আদালতে জামিন আবেদনের পক্ষে আরো ছিলেন আইনজীবী শওকত ওসমান।
-কেএম