জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ

স্পোর্টস ডেস্কঃ

২৮৭ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ৪৭ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ।

শুক্রবারের এই খেলায় শুরুতেই প্রথম বলে লিটন সাজঘরে ফিরলে কিছুটা শঙ্কা তৈরি হয়। তবে এরপর একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে জিম্বাবুয়ে বোলারদের বিপক্ষে চড়াও হন সৌম্য এবং ইমরুল। নানা রেকর্ড গড়তে থাকেন দুজনে মিলে। ২২০ রানের জুতি গড়েন তারা।

আউট হওয়ার আগে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে নেন সৌম্য। ৯ চার ও ৬টি ছক্কার মারে মাত্র ৯২ বলে ১১৭ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া জুটিতে ২২০ রান যোগ করার পথে ভেঙে দেন বাংলাদেশের পক্ষে দ্বিতীয় উইকেট জুটির আগের রেকর্ডটি।

দেশের মাটিতে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড এতোদিন ধরে ছিল মুশফিকুর রহিম ও তামিম ইকবালের দখলে। ২০১৫ সালে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা সিরিজের প্রথম ম্যাচেই ১৭৮ রানের জুটি গড়েছিলেন এ দুজন। সে জুটির রেকর্ড ভেঙে আজ ২২০ রানের জুটি গড়লেন ইমরুল-সৌম্য।

-আরবি

FacebookTwitter